নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে শিশুসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নরসিংদীর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার সকালে ঘোড়াশাল পৌর এলাকার করতাতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার সকালে করতাতৈল গ্রামের খালপাড় এলাকার নজরুল ইসলাম ভূট্রো (৩৫) নামে এক ব্যাক্তি বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে বের হয় । ওই সময় রাস্তায় বের হলে হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড়াতে থাকে। পরে সকাল ৬টার দিকে মোহাম্মদ শাকিব মিয়া (১০) নামে এক শিশুকে ও সকাল ৭টার দিকে মোঃ নুরুল ইসলাম (৩৮) কে শিয়াল কামড়িয়ে আহত করে।
আহত নজরুল ও নুরুল ইসলামের চাচাত ভাই মোঃ বিল্লাল হোসেন জানায়, হঠাৎ একটি শিয়াল এসে আজ ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করেছে। পরে চিকিৎসার জন্য পলাশ ও নরসিংদীর হাসপাতালে তাদের পাঠানো হয়।
ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিশনার সারোয়ার হোসেন জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান বলেন, শিয়ালের কামড়ে আহত মোহাম্মদ শাকিব মিয়া নামে একজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ