সুনামগঞ্জের তাহিরপুরে প্রাইমারি স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে রড পড়ে প্রথম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত ঊষা মনি (৮) শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। পুলিশ বলছে, নির্মাণাধীন ভবনে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, রবিবার সকালে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ চলাকালে ছাদ থেকে লোহার রড এসে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ঊষা মনির মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদের উপর থেকে লোহার রড ঊষা মনির মাথার উপর পড়ে। রডের আঘাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, আহত স্কুল শিক্ষার্থী ঊষা মনিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন বলেন, একটি ভবন নির্মাণে যে নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা সেটি না থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, কি কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কারো দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই