শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দী ইউনিয়নে গলায় ফাঁস ও বিষপান দুই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার এ ঘটনা ঘটে।
মৃত দুই ব্যক্তি হলো সোহাগপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে খাইরুল ইসলাম (৩৫) এবং বেনুপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সালমা খাতুন (৩৫)।
জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে খাইরুল ইসলাম ভোর চারটার দিকে বিষ পান করে। সকালে লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে সালমা খাতুন নিজ ঘরে ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নালিতাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল