“পরিবেশ দূষণে বিপর্যস্ত গাজীপুর, উত্তরণের উপায়’’ শিরোনামে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাজীপুরের পিটিআই ক্যাম্পাসের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন প্রমূখ। গাজীপুরের শিল্প দূষণ, নদী-খাল-জলাশয়ের বর্তমান অবস্থা, বন দখল, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনদুর্ভোগ বিষয়ক উপস্থাপনা প্রদর্শন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর।
পরিবেশবাদী সংগঠন বেলা, নদী পরিব্রাজক দল, সিএএফওডি, সুুইডেন স্ভেরিজ এর আয়োজনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
শুনানীতে অংশ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কমিউনিটির মানুষ কথা বলেন গাজীপুর ইতিহাস ঐতিহ্য উন্নয়ন’র চেয়ারম্যান প্রকৌশলী মো. শামসুল হক, নদী পরিব্রাজক দলের গাজীপুরের সভাপতি মোশারফ হোসেন, শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, রোভারপল্লী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমীর হোসেন, বিপাশা আফরিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল্লাহ মৃধা, বাড়ীয়া গ্রামের মোসলেম উদ্দিন, শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সহ সভাপতি মো. মহসীন, শহরের সাহাপাড়ার বাসিন্দা কাজী বদরুত আলম মনির, জেলে আব্দুল খালেক প্রমুখ।
গাজীপুরের জেলা প্রশাসক শুনানীতে অংশগ্রহণকারীদের বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন, জেলায় সরকারের একজন প্রতিনিধি হিসেবে তাঁর অনেক দায় রয়েছে। গত ত্রিশ বছরে গাজীপুরে অর্থনৈতিক ট্রান্সফরমেশন হয়েছে। আগে জলাশয়ের যে প্রবাহ খাল বিলে ছিল এখন আর নেই। তাঁর সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোষীদের নিবৃত করার চেষ্টা করেছেন।
বিডি প্রতিদিন/এএম