সুন্দরবনের সাতক্ষীরা এলাকা থেকে শিকারী হরিণ শিকার বাগেরহাট শহরে মাংস বিক্রি করতে এসে আটক হয়েছে এক চোরা। বাগেরহাট ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার সড়কের উপর থেকে ২১ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারী আ. সাত্তার ওরফে তায়েব আলী সানাকে (৬১) আটক করে। আটক চোরা শিকারী আ. সাত্তার সাতক্ষীরার আশাশুনি উপজেলার একসরা গ্রামের মনির উদ্দিন সানার ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, বাইরের জেলা থেকে বাগেরহাটে এসে বিভিন্ন সময়ে চোরা শিকারীরা হরিণের মাংস বিক্রি করছে এমন খবর ছিল পুলিশের কাছে। সোমরার দুপুরে একজন চোরা শিকারী বাগেরহাট শহরে হরিণের মাংস বিক্রি করতে এসেছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময়ে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার সড়কের উপর থেকে ২১ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারী আ. সাত্তার ওরফে তায়েব আলী সানাকে (৬১) আটক করা হয়। আটক চোরা শিকারী আ. সাত্তার পুলিশের কাছে শিকার করেছে, সে সুন্দরবনের সাতক্ষীরা এলাকা থেকে শিকারী হরিণ শিকার দীর্ঘদিন ধরে বাগেরহাটসহ বিভিন্ন জেলায় হরিণের মাংস বিক্রি করে আসছে।
সুন্দরবন থেকে হরিণ শিকারসহ মাংস বিক্রির অপরাধে চোরা শিকারী আ. সাত্তার ওরফে তায়েব আলী সানাকে আটক দেখিয়ে বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম