বগুড়ার দুই উপজেলায় নির্মিত হোসেনপুর সেতু এবং বোয়ালকান্দি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী শত সেতু উদ্বোধনের অংশ হিসেবে ভার্চুয়ালি এক সভায় জেলার এই দুটি সেতুর উদ্বোধন ঘোষণা করেন তিনি।
সোমবার সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া জেলা প্রশাসন। এ সময় সভায় করতোয়া সম্মেলন কক্ষ হতে যুক্ত ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান এবং জেলার সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরাসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো. জিয়াউল হক তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দেশের প্রান্তিক মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য যোগাযোগ ব্যবস্থার এই অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষভাবে সহায়তা করবে। তিনি বলেন, হোসেনপুর সেতু এবং বোয়ালকান্দি সেতু বগুড়া এবং সিরাজগঞ্জে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
রাজশাহী বিভাগে মোট ৭টি সেতু। এর মধ্যে বগুড়ায় ২টি। বগুড়ার সেতু দুটি হলো-ধুনট-নাংলু-বালিয়াদিঘী-পাঁচমাইল-মোকামতলা (চৌকিরহাট) মহাসড়কের হোসেনপুর সেতু এবং সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট-শেরপুর মহাসড়কের বোয়ালকান্দি সেতু।
উল্লেখ্য, ৪.৪১ কোটি টাকায় ২২ দশমিক ৬৮ মিটার দৈর্ঘ্যের হোসেনপুর সেতু ও ৯.৩৩ কোটি টাকায় ৪৭ দশমিক ০০ মিটার দৈর্ঘ্যের বোয়ালকান্দি সেতুর কাজ সমাপ্ত হয়ে উদ্বোধনের অপেক্ষায় ছিল।