চাঁদপুরে ডাকাতির ৩ দিনের মধ্যে লুন্ঠিত মালামালসহ ৫ ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার মধ্য রাতে মতলব উত্তর থানাধীন সুলতানাবাদ ইউনিয়নের তাতুয়া চাঁন মিয়ার বাড়ী সংলগ্ন বেড়ীবাঁধের রাস্তার উপর গাছের গুড়ি ফেলে বেরিকেট দিয়ে ডাকাতির ঘটনা ঘটায়।
ডাকাতিকালে ৮/১০ জন ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি পিকআপ গাড়ী থামিয়ে গাড়ীর গ্লাস ভেঙ্গে ড্রাইভারকে ধারালো অস্ত্র দিয়া আহত করে। এসময় যাত্রীদেরকে জিম্মি করে নগদ টাকা ও ৩টি মোবাইল সেট লুন্ঠন করে নিয়ে যায়।
আটককৃতরা হলো মোঃ মোক্তার হোসেন (২৪), মোঃ নাহিদ গাজী (২৬), শরীফ বেপারী (৩০), মোঃ শরীফ (২০), মোঃ হোসেন প্রকাশ ছিডু ছৈয়াল (২৪)। সর্ব থানা মতলব উত্তর। তাদের কাছ থেকে লুণ্ঠিত ১টি মোবাইল সেট, নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের হেফাজতে থাকা একটি চাপাতি, তিনটি লোহার ছুরি ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
ঘটনার পরপর পুলিশ সুপার মিলন মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায় এর নির্দেশনায় মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতির ৩দিনের মধ্যে ডাকাতদের সনাক্তকরণ ও গ্রেফতার অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক ৫ ডাকাতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরকে গ্রেফতারসহ লুন্ঠিত বাকি মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএ