নাটোরে সোমবার দুপুরে হৃদয় হোসেন নামে এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে নিজের শয়ন কক্ষে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃত হৃদয় হোসেন নাটোর সদরের বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে মানবিক বিভাগে চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। সে স্থানীয় বালিয়াডাঙ্গা গ্রামের জসিম প্রধানের বড় ছেলে।
তার চাচা ওয়াসিম প্রধান জানান, হৃদয় হোসেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথমটি অংশ নিয়ে পরীক্ষা ভালো না হওয়ায় বাড়ি এসে অনেক কান্নাকাটি করছিল। সোমবার দুপুরে তার বাবা ইটভাটায় কাজে চলে গেলে ছোট দুই ভাই ও মায়ের অগোচরে নিজের ঘরের দরজা বন্ধ করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তার ছোট ভাই ঘরের জানালা দিয়ে তাকে ঝুলে থাকতে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/এমআই