নাটোরে ক্রেতা সেজে বিভিন্ন প্রজাতির ৩০টি দেশি ও অতিথি পাখি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের আহম্মেদপুর চর তেবাড়িয়া এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী এবং রাবি শাখার ডিপ ইকোলজি অ্যান্ড রেসকিউ ফাউন্ডেশন।
এসময় পাখি বিক্রেতা আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নাটোর সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হাবিব তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পাখি বিক্রেতা আহম্মেদপুর চর তেবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের আহম্মেদপুর চর তেবাড়িয়া এলাকায় ক্রেতা সেজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি কালিন, ১৪টি পাতি সরালি, ১টি বাড়ি ময়না, ১টি টিয়াসহ দেশি ও অতিথি বিভিন্ন প্রজাতির ৩০টি পাখি উদ্ধার করা হয়। পাখি বিক্রেতা আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিবির এসআই আলী আগবর, বন বিভাগের ফরেস্টার আশরাফুল ইসলাম, রাবি শাখার ডিপ ইকোলজি অ্যান্ড রেসকিউ ফাউন্ডেশনের সদস্য নাজমুল হোসেন রাসেল, মিজানুর রহমান, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ’র দপ্তর সম্পাদক ফজলে রাব্বী ও পরিবেশকর্মী রাকিব হোসেনসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই