নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘরষে মাহমুদুল হাছান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। তার পিতার নাম মিলন চৌধুরী, বাড়ি কুমিল্লা জেলায়।
এছাড়া সোমবার বিকালে উপজেলার কালনী এলাকায় পিকআপের ধাক্কায় ইব্রাহিম সিকদার (২১) নামে আরও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত ইব্রাহিম গাজীপুর জেলার কাপাশিয়া খানার তিলশুনীয়া এলাকার কাশেম শিকদারের ছেলে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মরগে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম