ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে ইরা মনি নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বওলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত শিশু উপজেলার বওলা গ্রামের ইসমাইলের কন্যা। মত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, অভিভাবকদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায় ইরা মনি। পরে খোঁজ পেয়ে পানি থেকে তুলে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই