আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয় থেকে শুরু হয় লিফলেট বিতরণ। এরপর নগরীর বিভিন্ন এলাকায় চলে লিফলেট বিতরণ। কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিভাগীয় সমাবেশে লক্ষাধিক মানুষ জড়োর টার্গেট করেছে দলটির নেতারা।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুসহ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের সময় হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, এই লুটেরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একদিন সময় দিয়ে আপনারা সমাবেশে আসুন। আমরা মহাসমাবেশ করবো। এই সমাবেশ থেকে তাদের পতন শুরু হবে।
এর আগে গত ৩১ অক্টোবর নগরীর একটি রেস্তোরায় সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা হয়।
বিডি প্রতিদিন/এএ