নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার ছেলে তুহিন (২০) কে ইমো হ্যাকের অভিযোগে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। তুহিন লালপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, রবিবার রাত সাড়ে ১০টায় বাঘা উপজেলার ব্যাঙগাড়ী এলাকা থেকে ইমো হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য তুহিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে ইমো হ্যাকিং কাজে ব্যবহৃত ডিভাইসসহ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ