আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবো। আজকের এই সম্মেলনে মানুষের ঢল নেমেছে। শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের যে সমর্থন রয়েছে এ সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়।
শনিবার বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আন্দোলন এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে টাঙ্গাইল জেলার ভূমিকা রয়েছে। এই টাঙ্গাইল জেলা থেকে আমরা বিএনপি-জামায়াতের অশুভ চক্রকে প্রতিহত করতে প্রতিজ্ঞা নিই।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন করে নতুন নেতৃত্ব নিয়ে আসছি। এই শক্তিশালী কমিটির মাধ্যমে আগামীতে প্রত্যেক ইউনিয়নে, উপজেলায় ও জেলায় সমাবেশ করে শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য আর বিএনপির ব্যর্থতার কথা তুলে ধরতে হবে। বাংলাদেশের মানুষ এগুলো শুনে একটু সচেতন হলেই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজান খান, আব্দুর রহমান, কামরুল ইসলাম এবং শিক্ষামন্ত্রী দীপু মনি।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ বক্তা ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিক্ষা ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ইকবাল হোসেন অপু এবং মোহাম্মদ সাঈদ খোকন প্রমুখ।
সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহের ইসলাম জোয়াহের।
বিডি প্রতিদিন/আরাফাত