ঠাকুরগাঁওয়ে সরকারি নিয়ম না মেনেই নিজস্ব অধিকার খাটিয়ে বিএডিসির গুদাম থেকে বীজ পারাপার করতে গিয়ে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি বীজবোঝাই ট্রাক্টর। সোমবার বিকেলে সদর উপজেলার শিবগঞ্জ বিমানবন্দর এলাকা এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শীবগঞ্জ বিএসডিসির উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া। তবে সরকারি ভাবে মালামাল পাড়াপারের বিষয় ও কোন স্থানে বীজগুলো নিয়ে যাওয়া হচ্ছে এই প্রশ্নের কোনো জবাব দেননি এই কর্মকর্তা।
যানা যায়, দুপুরের দিকে শিবগঞ্জ বিএডিসি থেকে একটি ট্রাক্টরে ৭ মেট্রিক টন গম ও ৫ মেট্রিক টন ধানের বীজ বের করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে নিয়ে যায় বিএডিসি কর্তৃপক্ষ। পথে বিমানবন্দর এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায়। এতে ২ মেট্রিক টন গম ও ১ মেট্রিক টন ধানের বীজ নষ্ট হয়ে যায়। খবর পেয়ে বিএডিসির কর্তৃপক্ষ সেখানে গিয়ে বীজগুলো নিয়ে পুনোরায় বিএডিসিতে নিয়ে যায়।
স্থানীয় কৃষক আমিন বলেন, আমরা জানি বিএডিসির বীজ সরকারি গাড়িতেই যাওয়ার কথা। কিন্তু এখানে দেখছি তারা বহিরাগত একটি মাহিন্দ্র ব্যবহার করে বীজ নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ বিএডিসির উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের গাড়ি সে সময় না থাকায় একটি মাহিন্দ্রের মাধ্যমে বীজগুলো ঠাকুরগাঁও শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। আমরা বীজগুলো পুনরায় আমাদের গুদামে নিয়ে এসেছি। হয়তো কিছু বীজ নষ্ট হয়েছে। তবে সরকারি ভাবে মালামাল পাড়াপারের বিষয় ও ঠাকুরগাঁওয়ের কোন স্থানে বীজগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো এমন প্রশ্নের কোন জবাব না দিয়েই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/হিমেল