বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ব্লেন্ডেড লার্নিং উদ্যোগে স্কুল অব বিজনেস একটি নতুন ডিজাইন করা এলএমএস চালু করেছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার বাউবি'র ই-লার্নিং সেন্টারে রবিবার নতুন এলএমএস উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. নাসিম বানু, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মাহবুবা নাসরীন এবং স্কুল অব বিজনেসের ডিন ও বাউবি'র কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: আব্দুল হাই (বাবু) সোমবার এসব তথ্য জানান।
এই সফ্টওয়্যারটি স্কুল অব বিজনেস কোর্সগুলিকে নিরুপনে ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে। কমনওয়েলথ অফ লার্নিং এর সহাযোগীতায় সাব্বির হোসেনের পরামর্শে এলএমএস ডিজাইন করা হয়েছে। স্কুল অব বিজনেস এর ডিন অধ্যাপক মোস্তফা আজাদ কামাল এই প্রকল্পের সমন্বয়কারী এবং ডিজাইনার নির্দেশক ছিলেন। তিনি বলেন, এলএমএসটি নিয়মিত ব্যবসায়িক এবং দক্ষতা কোর্স হিসেবে ডিজাইন করা হয়েছে। যে কোন জায়গা থেকে যে কেউ এলএমএস এর মাধ্যমে কোর্সে যোগ দিতে সক্ষম হবেন। কাজের দক্ষতা ও সঠিক জ্ঞানার্জনে এলএমএস ব্যবহার আমাদের শিক্ষার্থীদের চতুর্থ শিল্প যুগের জন্য প্রস্তুত করবে।
বিডি প্রতিদিন/এএম