গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা -নবীনগর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাড়ইপাড়া এলাকা থেকে চন্দ্রা দিকে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ভ্যানের সাথে ধাক্কা লেগে দুইজন ছিটকে পড়ে।
এসময় ঘটনায়স্থলে একজন নিহত হয়। অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে তাদের এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুইটি লাশ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী মজিবর রহমান জানান, প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে। আজও এই সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন লোক মারা গেছে।
সালনা হাইওয়ে থানার এসআই চাঁন মিয়া জানান, এখনো ওই দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম