ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের কৃতি খেলোয়াড় শামসুন্নাহারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে ফুলপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে ঘাস ফড়িং রেস্টুরেন্টে তাকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয়।
জানা যায়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেনের সাথে তিনি ফুলপুরে আসেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি আনন্দ মোহন সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসান ও সাধারণ সম্পাদক ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাহিদ নিগার সুলতানা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফুলপুর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ঘাস ফড়িং রেস্টুরেন্টের পরিচালক আব্দুল্লাহ আল সায়েম লিটু, ফুলপুর সাহিত্য পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর, সদস্য টুম্পা চক্রবর্তী, লিপি চাকলাদার, আব্দুস সালাম ও রেজা মুসাফির প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই