শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আজ সোমবার সকাল ৯টা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত। ৫টি ভোটকেন্দ্রের ১০টি ভোটকক্ষে ইভিএম এ ভোটগ্রহণ করা হচ্ছে।
র্নিবাচনে ৫ জন সদস্য ও ২ জন সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ১৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪ জন। ৬৬০ জন ভোটার তাদের নির্বাচিত করবেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আর প্রিজাইডিং অফিসার হিসেবে ৫জন, সহকারি প্রিজাইডিং অফিসার ১০জন ও পোলিং অফিসার হিসেবে ২০জন দায়িত্ব পালন করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য ও আনসার বাহিনীর ৫ জন সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অতিরিক্ত হিসেবে পুলিশ ও র্যাব টহল দল আইনশৃংখলার দায়িত্ব এবং পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
আইন অনুযায়ী জেলার উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিল ও ইউপি সদস্যরা ভোট দিয়ে জেলা পরিষদের ৫ জন সদস্য ও ২ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত করবেন। প্রসঙ্গত, এই নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দদুল্লাহ