ফরিদপুরের আলফাডাঙ্গার চাঞ্চল্যকর শহিদুল ইসলাম হত্যা ও ডাকাতির মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আদালতের বিজ্ঞ বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন। এসময় আদালতে ১ আসামি উপস্থিত থাকলেও বাকি চারজন অনুপস্থিত ছিলেন। এছাড়া আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালত পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ি গ্রামের শহিদুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বিগত ২০১২ সালের ২৮ জুলাই একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনাটি তদন্তে নেমে মোটরসাইকেল ছিনিয়ে নেবার পর শহিদুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পারে। এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আসামি করে চার্জশিট প্রদান করে। দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় প্রদান করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মোঃ মনির সেক, ইকতার মোল্লা, এনায়েত আমিন, নুরুল ইসলাম ও মিরাজ হোসেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন