‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’-এই শ্লোগানে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে আজ সোমবার সকালে নোয়াখালী জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি সড়ক প্রদক্ষিন করে।
এসময় নোয়াখালী ডায়াবেটিস সমিতির উদ্যোগে নতুন ও পুরাতন রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, গরীব রোগীদের পরীক্ষা ও ডাক্তার দেখানো হয়। এ উপলক্ষ্যে জেলা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শহীদুল ইসলাম, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম ফিরোজ আলম আজাদ, সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্যাহ বক্তব্য রাখেন।
এর আগে, কেক কেটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদ্বোধন করেন অতিথিরা। এসময় বিভিন্ন চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এউপলক্ষ্যে বিনামূল্যে পরীক্ষা ও রোগীদের সচেতন করার লক্ষ্যে ৯টি স্টল বসানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দদুল্লাহ