আগামী ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য র্যালি ছাড়াও হবে কনসার্ট। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পার্বত্য জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, জেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রমুখ।
এসময় জেলা পরিষদে সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল