চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই আব্দুর রশিদ হত্যা মামলায় ছোট ভাই মো. দুরুল হুদাকে (৬৪) যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. দুরুল হুদা হচ্ছেন জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গরিয়া বাজারের মৃত উমিদ আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় প্রদান করেন।
অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম জানান, বড় ভাই আব্দুর রশিদের সাথে ছোট ভাই মো. দুরুল হুদার বাড়ির রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৮ সালের ৪ মার্চ সকালে আব্দুর রশিদ বাড়ির পাশে কাজ করার সময় দুরুল হুদা ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ মেরে তাকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. জেলেখা বেগম বাদী হয়ে ওই দিনই গোমস্তাপুর থানায় দুরুল হুদাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল মো. দুরুল হুদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডি প্রতিদিন/এমআই