নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ দেড় ডজনেরও বেশি মামলার আসামি রাজু প্রধান (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে তাকে ফতুল্লার কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু প্রধান ফতুল্লা মডেল থানার দেওভোগ বাশমুলি এলাকার রিয়াজ প্রধানের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ওসি শেখ রিজাউল হক দিপু জানায়, রাজু প্রধানকে দুপুর একটার দিকে গ্রেফতার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। তার বিরুদ্ধে ১৭-১৮ টি মামলা রয়েছে বলে তিনি জানান।
সন্ত্রাসী রাজু ও বিশাল কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় ছিনতাই, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি, হত্যা মামলাসহ প্রায় দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে। সম্প্রতি জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আইন-শৃংখলা বিষয়ক সংবাদ সম্মেলনে রাজু প্রধানকে ওয়ান্টেড সন্ত্রাসী উল্লেখ করে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন