ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় মাসুদ মিয়া (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে কাঁচপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাচঁপুর হাইওয়ের থানার ওসি মো. নবীর হোসেন।
নিহত মাসুদ মিয়া সিলেটের হবিগঞ্জ উপজেলার চুনারঘাট এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে ব্রিজের ঢাল দিয়ে মাসুদ মিয়া পারাপার হওয়ার সময় পণ্যবাহী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কাচঁপুর থানার হাইওয়ের পুলিশ।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই