কক্সবাজার ও টেকনাফে কোস্টগার্ড সদস্য পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ও ২১০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে সন্দেহজনক এক ব্যক্তিকে বড়ইতলী এলাকার রাস্তার পাশ দিয়ে ব্যাগ হাতে টেকনাফ বাজারের দিকে যেতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার
সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে হাতে থাকা ব্যাগটি ফেলে দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এছাড়া একইদিনে অপর একটি অভিযানে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফস্থ নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন টেকনাফ থেকে কক্সবাজার সড়কের পাশে ৩ জন ব্যাক্তিকে ১টি করে প্লাস্টিকের বস্তা কাধে বহন করতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে তাদের কাঁধে থাকা বস্তা ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া বস্তা তিনটি তল্লাশী করে ২১০ ক্যান বিয়ার জব্দ করা হয়।
তিনি আরো জানান, পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও বিয়ারগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ