গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা এলাকায় সকালে অটোরিকশা চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত হলেন- কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকার সাইদ হোসেনের ছেলে আলিফ হোসেন (০৫)। সে স্থানীয় জালশুকা হাফিজুল উলুম মাদ্রাসার নার্সারিতে পড়তো।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আলিফ প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে তাদের মাদ্রাসায় যায়। সকাল ১০টার দিকে টিফিনের সময় আলিফ মাদ্রাসার গেইটের বাইরে যায়। এ সময় বাড়ইপাড়া-জালশুকা সড়কের চলাচলরত অবৈধ অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। এতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ওই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস শাকুর জানান, মাদ্রাসার পাশ দিয়ে বাড়্ইপাড়া-জালশুকা আঞ্চলিক সড়ক বয়ে গেছে। কিন্তু অবৈধ অটোরিকশাগুলো অদক্ষ্য চালকরা বেপরোয়া গতিতে চালানোর ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। আজও বেপরোয়া গতির অটোরিকশা আলিফকে চাপা দিলে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম