ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন-ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা গ্রামের নিজাম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী হোসনে আরা (৩৫) এবং আনারুল (৩৫)।
ত্রিশাল থানা পুলিশ ও ত্রিশাল ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে আসে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ লাশ উদ্ধার করে গাড়ি চলাচল স্বাভাবিক করেছে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও সিএনজি চালক রয়েছেন। অপর দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।