বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অংশগ্রহনমূলক নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল পূর্বক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আজ সময়ের দাবি। বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে চায়, কিন্তু আওয়ামী লীগের অধীনে জনগণ স্বাধীন রায় দিতে পারে না, এটা আজ জাতীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। আওয়ামী লীগের অধীনে নয়, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না।
রবিবার হালুয়াঘাট পৌর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।
এ সময় উপজেলার উত্তরাঞ্চলের ৫ ইউনিয়ন ও পৌরসভার ৬ শতাধিক অসহায় প্রতিবন্ধী, নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এতে এমরান সালেহ আরো বলেন, গরীব, দুঃখী, অসহায় মানুষের প্রতি সরকারের কোনও নজর নাই। তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পুনরায় মূল্যবৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘা। অথচ কেউ বলছেন, কোনও কিছুই নাকি গরীব মানুষের নাগালের বাইরে নয়। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সকরকারের দাবিতে চলমান আন্দোলনে গণজোয়ার দমন করতে সরকার হত্যা, নির্যাতন, গায়েবি মামলায় গ্রেফতার করছে। গ্রেফতার, হয়রানি করে জনতার আন্দোলন দমন করা যায় না। অতীতে কেউ পারে নাই, আওয়ামী সরকারও টিকে থাকতে পারবে না।
অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হানিফ মো. শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আরফান আলী, আবদুল হামিদ, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা আবদুল হাই, নাদিম আহম্মদ, মিজানুর রহমান মিজান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন খান, শ্রমিক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত