ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের নির্মাণাধীন একটি বিদ্যালয়ের পাইলিংয়ের গর্তে পড়ে তাসকিনুর রহমান নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিশু গ্রামের রিপন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। বিকালে বিদ্যালয়ের মাঠে খেলার সময় ওই শিশুটি গর্তে পড়ে যায়।তখন তার বোন বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনাটি জানান। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
ফায়ার সার্ভিসকর্মী সাইদুর রহমান জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সেখানে পৌঁছান। পরে ওই শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গর্তটি অন্তত ২০ ফুট গভীর হবে বলেও জানান এই ফায়ার সার্ভিসকর্মী।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ