বগুড়ার আদমদীঘিতে যুবলীগের উদ্যোগে দেশে নৈরাজ্য ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনায় আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ বিএনপির ৩৭ জন নেতাকর্মির নামে মামলা হয়েছে।
আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে বিষ্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
বুধবার রাতে আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে সারাদেশে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনায় ছাত্রলীগের ৫জন নেতা আহত হন। এ ঘটনায় আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে থানায় আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ ৩৭জন বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মামলা দায়ের নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতার তৎপরতা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন