শিরোনাম
- ইরান কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করবে না : পেজেশকিয়ান
- বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া
- এভারেস্টজয়ী বাবর আলীসহ আরও এক বাংলাদেশির মানাসলু জয়
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
- পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
- ১২ দিনের ছুটিতে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, প্রাথমিক ৯ দিনের
- ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না: জাতিসংঘে মাহমুদ আব্বাস
- ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
- মার্কিন ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল চীন
- দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- ভেবেছিলাম আমরা ১৫ রান কম করেছি : পাকিস্তান অধিনায়ক
- ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা
- শাবিপ্রবির তিন হলের নতুন নামকরণ
- যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
- যাত্রাবাড়ীতে বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
- বাংলাদেশের বিদায়, ভারত–পাকিস্তানের ফাইনাল
- গাজাগামী সুমুদ ফ্লোটিলার বহরকে সুরক্ষা দেওয়ার ঘোষণা স্পেন- ইতালির
- স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় : প্রধান উপদেষ্টা
- আতঙ্কে অনেক দেশের আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু
- নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া
রাজশাহীতে চার কাউন্সিলরের নামে ডাকাতির মামলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীর মোহনপুরে চার কাউন্সিলরের নামে ডাকাতির মামলা হয়েছে। কেশরহাট বাজারের একটি মোটরসাইকেল শো-রুমের ম্যানেজার মাহমুদ ইসলাম এ মামলা করেছেন। চারজনই কেশরহাট পৌরসভার কাউন্সিলর।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একরামুল হক, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাবের আলী, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসলাম হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেন। মামলায় চার কাউন্সিলরসহ পাঁচজনের নাম উল্লেখ করে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলা ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর কেশরহাট বাজারের এক মোটরসাইকেল শোরুমের ম্যানেজার মাহমুদ ইসলাম শোরুমের হিসাব-নিকাশ শেষ করে রাত পৌনে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। শোরুম থেকে বের হয়ে প্রায় ১০০ গজ দূরে সেতুর উপর পৌঁছালে চার কাউন্সিলর ও তার লোকজন পথ রোধ করে পিস্তল ধরে চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করলে তাকে পিটিয়ে জখম করে তার কাছ থেকে ১৭ লাখ ৩০ হাজার টাকার ব্যাগ কেড়ে নেয়। পরে তার শোরুমের কর্মচারীরা মাহমুদকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনার পরের দিন ৩০ অক্টোবর ওই এন্টারপ্রাইজের মালিক জামাল হোসেনকেও হুমকি দেয় ওই কাউন্সিলররা। এ ঘটনায় ওইদিন তিনি মোহনপুর থানায় সাধারণ ডায়রী করেন। এছাড়াও এ ঘটনার একদিন পর রাতে আঁধারে চার কাউন্সিলের লোকজন কেশরহাট বাজারের জামাল হোসেনের নির্মাণধীন ভবনে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় থানায় মামলাও করে জামাল হোসেন। এরপর চিকিৎসা শেষে গত ১ ডিসেম্বর মাহমুদ হোসেন আদালতে চার কাউন্সিলরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলা তুলে নিতে কাউন্সিলররা হুমকি দিচ্ছে অভিযোগ এনে বৃহস্পতিবার মোহনপুর থানায় সাধারণ ডায়েরি করেন মাহমুদ। এরপরই চার কাউন্সিলরের নামে আদালতে ডাকাতির মামলার ঘটনা জানাজানি হয়।
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাবের আলী বলেন, ‘আমিসহ চার কাউন্সিলরের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে। আমরা সবাই হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। ঘটনাটি সত্য নাকি মিথ্যা তা সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে।’
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, ‘আমি যোগদানের আগে এ ঘটনা। এছাড়াও মামলাটি আদালতে হয়েছে। আদালত মামলা তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তদন্ত শেষের পথে। দ্রুত আদালতে প্রতিবেদন পাঠাবো।’
বিডি প্রতিদিন/এএম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর