ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদীর পাশ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, শুক্রবার সকালে স্থানীয়রা বলভদ্র নদীর দক্ষিণ পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সকাল ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবকের লাশ উদ্ধার করে।
ওসি বলেন, লাশটিতে পচন ধরেছে। ওই যুবকের পরনে হলুদ-কালো রঙের গেঞ্জি ও লাল প্যান্ট, গলার মাফলারের সাথে পলিথিন দিয়ে বাঁধা একটি বাটন মোবাইল ফোন ছিল। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল