শিরোনাম
২৭ ডিসেম্বর, ২০২২ ১৭:৩৮

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিয়ার জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিয়ার জব্দ

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৪৪৭ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কাজী আল আমিন (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরীদ্বীপের জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে জালিয়াপাড়ার প্যারাবনের পাশে সন্দেহজনক কয়েকজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। এসময় কোস্টগার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দিলে তারা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল কর্তৃক প্যারাবনে তল্লাশি চালিয়ে ৪টি প্লাস্টিকের বস্তুা হতে সর্বমোট ৪৪৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। 

তিনি আরো জানান, জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর