ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নে শশই বর্ণমালা আইডিয়াল কিন্ডারগার্টেনের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে স্কুলের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কামরুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ সায়্যিদুল ইসলাম, ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ, অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, সহকারী অধ্যাপক সৈয়দ হাসমত আলী, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, কাজী রিপন, এফতেহারুল ইসলাম শামিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ