নরসিংদীতে মদনগঞ্জ রেললাইনের পাশ থেকে পঞ্চাশ ঊর্ধ্ব এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্প্রতিবার দুপুরে মাধবদীর মহিষাশুরা ইউনিয়নের দামের ভাওলা মদনগঞ্জ রেললাইনের পাশের ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছেন, দুপুরে মাধবদীর মহিষাশুরা ইউনিয়নের দামের ভাওলা মদনগঞ্জ রেললাইনের পাশের ডোবা একটি লাশ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিত্তে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। নিহতের লাশটি পচে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে,এম শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ