৮ জানুয়ারি, ২০২৩ ২১:১৫

চাঁপাইনবাবগঞ্জে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার আওয়ামী লীগ নেতৃবৃন্দের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার আওয়ামী লীগ নেতৃবৃন্দের

মতবিনিময় সভা

সকল ভেদাভেদ ভুলে উপ-নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে করণীয়, স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ১২ জানুয়ারি প্রতিনিধি সম্মেলন সফল করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মো. আব্দুল ওদুদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, উপ-নির্বাচনে মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর