গাজীপুরের দুই দিনব্যাপী চাকরি মেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কোন তদবির ছাড়াই নিয়োগ পেয়েছেন ২৫০ জন। রবিবার মেলার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।
গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া এন্ড রিসার্চ সেল) রুহুল আমিন শরিফ জানান, চাকরি মেলায় সিভি জমা পড়েছে ২৪ হাজারের বেশি। এদের মধ্যে ১৭১৮ জনের সিভি শর্ট লিস্টেড করা হয়েছে। এদের মধ্যে নিয়োগ দেয়া হয়েছে ২৫০ জনকে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান গুলোর ১১২৩ পদ খালি রয়েছে। বাকি পদগুলোতে শর্টলিস্ট থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করা হবে।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের অধ্যক্ষ মাসুদা শিকদার, টঙ্গী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ বি এম ইসমাইল হোসেন খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম