মানিকগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, জরুরী চিকিৎসা সাহায্যের চেক ও কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক ও কম্বল বিতরণ করা হয়। চেক ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সানোয়ারুল হক।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহাবুব, মানিকগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি কল্যাণ সমিতির উপদেষ্টা প্রফেসর ইন্তাজ উদ্দিন, সহ-সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক বীব মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুল খালেক। অনষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান প্রফেসর মোঃ ফজলুল হক। এ সময় ৩ লক্ষ ৩৫ হাজার টাকার চেক ও পঞ্চাশটি কম্বল বিতরণ করা হয়। এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
বিডি প্রতিদিন/এএ