রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার অফিসার ক্লাব ভবনের দ্বিতীয় তলায় জেলা প্রশাসক আবু কায়সার খান লাইব্রেরি উদ্বোধন করেন। বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের পৃষ্ঠপোষকতায় নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার বাস্তবায়ন করেন।
লাইব্রেরি উদ্বোধনকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, সহকারি কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন। লাইব্রেরিটি সর্বসাধারণের জন্য প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
বিডি প্রতিদিন/এএ