কক্সবাজারের চকরিয়ায় কোদলের হাতলের ভিতরে পলিব্যাগে ঢুকিয়ে অভিনব কায়দায় পাচারকালে ১৭৫০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা বনবিটের সামনে তল্লাশি চৌকি বসিয়ে যাত্রীবাহী বাসে এ অভিযান পরিচালনা করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটক মাদক ব্যবসায়ী একজন রোহিঙ্গা। সে ভিন্ন ভিন্ন নাম বলছে। তাই নাম-ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ