সোমবার সকাল ৯টায় কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট কৃষি আবহাওয়া অফিস। ফলে মৃদু শৈত্যপ্রবাহ দ্বিতীয় দিনের মত বইছে।
গত শনিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিন ও রাতের তাপমাত্রা কমে গিয়ে প্রচণ্ড ঠাণ্ডা অনুভূতি হচ্ছে। গত তিনদিনে তাপমাত্রা অনেক নিচে নেমে ঠাণ্ডার মাত্রা দ্বিগুণ হারে বেড়েছে। মৃদু শৈত্যপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঠাণ্ডায় জুবুথুবু অবস্থা বিরাজ করছে। প্রতিদিন রাতভর বৃষ্টির মত ঘন কুয়াশা টিপটিপ করে পড়ে চলে সকাল পর্যন্ত। পাশাপাশি তীব্র হিমেল হাওয়ার কারণে নিম্ন আয়ের খেটে মানুষগুলো পড়েছেন বিপাকে। তারা কাজে যেতে সাহস পান না। প্রয়োজন ছাড়া মানুষ ঘর হতে বের হতে পারছেন না। অনেকেই ঠাণ্ডাকে উপেক্ষা করে বীজ নিয়ে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন। গবাদি পশুগুলো অতিরিক্ত ঠাণ্ডায় অতি কষ্টে রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন