মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে৷ আজ সোমবার সকালে প্রেস ক্লাবের হলরুমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার সুয়েব হোসেন চৌধুরী৷
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি, মনোনয়নপত্র জমাদান ও বাছাই ১২ জানুয়ারি, প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩০ জানুয়ারি৷
নির্বাচন কমিশনার সুয়েব হোসেন চৌধুরী জানান, প্রেস ক্লাবের নির্বাচনের তফসিল ঘোষনা করে দেওয়া হয়েছে৷ সব প্রক্রিয়া শেষে আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা হবে৷
বিডি প্রতিদিন/এএ