দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে আখের জমিতে গাঁজা চাষের অভিযোগে আব্দুস সাত্তার নামে এক চাষীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার কানাগারী-হরিপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ।
আটক আব্দুস সাত্তার (৬০) ঘোড়াঘাট উপজেলার কানাগারী-হরিপাড়া গ্রামের মৃত চান মিয়া সওদাগরের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজ বাড়ির পাশে আখের ক্ষেতে গাঁজার চাষ করেছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে এ অভিযোগে বাড়ি থেকে আব্দুস সাত্তার নামে একজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাজাঁর গাছটি ১৪ ফুট লম্বা এবং ওজন ২ কেজি ৩০০ গ্রাম। আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ