ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস এসব শীতবস্ত্র বিতরণ করেন।
সোমবার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে ২ হাজার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব বিশ্বজিৎ কুমার বিশ্বাস, ইউপি সদস্য লোটন মিয়া, আব্দুল ওয়াদুদ, সাগরিকাসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ইউনিয়নের সকল মানুষের সুখে-দুঃখে নিরলসভাবে কাজ করে চলেছেন।
বিডি প্রতিদিন/এমআই