রাজবাড়ী সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে কুটিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার মূলঘর ইউনিয়নের সাদিপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুটিজান বেগম পার সাদিপুর গ্রামের মৃত সৈয়দ আলীর স্ত্রী।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কুটিজান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/এএ