গাজীপুরের কালিয়াকৈরে মাকিষবাথান এলাকায় প্রেস ক্লাবের চত্বরে বুধবার বিকেলে কালিয়াকৈর প্রেস ক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা। কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী ও যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুরাদ কবীর, উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সিকদার মোশারফ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, কালিয়াকৈর প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেস ক্লাবের সহ-সভাপতি ইমারত হোসেনসহ বিভিন্ন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ