সীমান্ত হত্যা বন্ধ, মাদক ও অস্ত্র পাচারে কঠোর নিষেধাজ্ঞা, মানবপাচার বন্ধসহ বিরাজমান বিভিন্ন সমস্যা নিরসনে ভারত ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের বিজিবি-বিএসএফ-এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেনাপোল বিজিবি কোম্পানি হেডকোয়ার্টারে অনুষ্ঠিত সম্মেলনে নেতৃত্ব দেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর কমান্ডাররা।
এদিন সকাল ১০টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার রাজেশ কুমারের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম বেনাপোল নো ম্যানস ল্যান্ডে এসে পৌঁছান। এসময় তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান বিজিবির খুলনার ডেপুটি ডাইরেক্টর জেনারেল মামিনুর রশিদ।
বেলা ১১টার দিকে বেনাপোল কোম্পানি হেডকোয়ার্টারে দুই দেশের ২১ সদস্যের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত সম্মেলন শুরু হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়ে উচ্চ পর্যায়ের সীমান্তরক্ষা বাহিনীর সম্মেলন চলে বিকাল পর্যন্ত।
সম্মেলনে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার ডেপুটি ডাইরেক্টর জেনারেল মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন কমান্ডিং অফিসার কামরুল আহসান, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেদ মিনহাজ্ব সিদ্দিকী, ২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমানসহ বিজিবি কর্মকর্তারা। সাতক্ষীরা নীলডুমুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিজিবির কমান্ডিং অফিসাররাও উপস্থিত ছিলেন।
ভারতীয় বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডেপুটি ডাইরেক্টর জেনারেল রাজেশ কুমারের নেতেৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে কমান্ডিং অফিসার আরকে ট্রিপতি ও আনোরাজ মানিসহ বিভিন্ন ব্যাটালিয়নের বিএসএফ কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই