চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম. মোসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ, মহিলা ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী বেপারী।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন। এসময় সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় মোট ২৪ জনের মধ্যে প্রথম পর্যায়ে ১৫ জনের মাঝে জনপ্রতি ২টি করে ছাগল ও ১টি করে ভ্যান গাড়ী সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ