নেত্রকোনার কেন্দুয়ায় গ্রামীণ সড়কের পাশে মৃত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানার পুলিশ। তবে মৃত ব্যাক্তির নামপরিচয় পাওয়া যায়নি। রবিবার বিকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নে বাশাটি এলাকায় সড়কের পাশে শুয়ে থাকা বৃদ্ধের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, লাশ দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে ন্যাচারাল মৃত্যু। কোথা থেকে এসেছে কেন এসেছে খোঁজ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে, সড়কের পাশেই শুয়ে থাকা অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। বিভিন্ন মাধ্যমে ছবি দেয়া হয়েছে শনাক্তের জন্য। লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন করে তার সন্ধান করা হবে পরিচয়ের জন্য। স্বজনদের পাওয়া গেলে হয়তো মৃত ব্যক্তির সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং মৃত্যুর কারণ বের করা যাবে।
বিডি প্রতিদিন/এএম